ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঝটিকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা, ২৫ সেপ্টেম্বর
 ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করে তাঁদের শাস্তির দাবির পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয় ঝটিকা মিছিলে। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে আজ সোমবার সকাল আটটার দিকে ঝটিকা মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান, আমান উল্লাহ, হাসান আবিদুর রেজা ও নূরে আলম ভূঁইয়া। রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশব্যাপী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার জন্য ছাত্রলীগের নেতা–কর্মীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে হারানো গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেই ছাত্রদল ঘরে ফিরবে।

এ কর্মসূচিতে বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ ইশতিয়াক, কবি জসীমউদ্‌দীন হল শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল ইসলাম খান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম খাঁ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী অংশ নেন।

গত শনিবার রাত আটটার দিকে শাহবাগ চত্বরে চায়ের দোকানে আড্ডারত ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। ছাত্রদল হামলাকারীদের ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করলেও ছাত্রলীগ এই হামলার সঙ্গে নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।