আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজেন্দ্রপুর সেনানিবাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সম্মেলনে উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, যুদ্ধ ও শান্তিকালীন নিরবচ্ছিন্নভাবে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য অর্ডন্যান্স সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুরে আর্মি ফার্মা লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাপ্রধান অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, আর্মি অর্ডন্যান্স কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট, কমান্ড্যান্ট বিপসট ও কমান্ড্যান্ট অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় আর্মি অর্ডন্যান্স কোরের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

একই দিনে জেনারেল শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুরে আর্মি ফার্মা লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রোডাকশন ইউনিট, প্যাকেজিং ইউনিট এবং বিএমটিএফ অ্যাপারেলসের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।