নিপুণ
নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল বাতিল চেয়ে নিপুণের রিট

অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের (২০২৪-২৬) ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছেন চিত্রনায়িকা নাসরিন আক্তার ওরফে নিপুণ আক্তার। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার রিটটি জমা দেওয়া হয়েছে। রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল মঙ্গলবার রিটটি করা হয় বলে জানান নিপুণের অন্যতম আইনজীবী পলাশ চন্দ্র রায়। তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আজ রিটটি জমা দেওয়া হয়েছে। সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং অনিয়মের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। শুনানির জন্য আগামী রোববার রিটটি আদালতের কার্যতালিকায় আসবে।

গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোট হয়। ২৩ এপ্রিল ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদক হন মনোয়ার হোসেন ডিপজল। তবে ডিপজলের চেয়ে ১৭ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ। সমিতিতে গেল মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নিপুণ আক্তার।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগ জানিয়ে নিপুণ নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় রিটটি করা হয় বলে আইনজীবী পলাশ চন্দ্র রায়।