ফেনীর বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে বাংলাদেশ নৌবাহিনী
ফেনীর বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে বাংলাদেশ নৌবাহিনী

এক দিনে বন্যাকবলিত ৩,৫৬৭ জনকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী

দেশের বন্যাকবলিত অঞ্চল থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৭ জনকে হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৬ আগস্ট) ৩ হাজার ৫৬৭ বন্যাদুর্গত ব্যক্তিকে হেলিকপ্টার ও নৌকায় করে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ২১ হাজার ৫৫৯ প্যাকেট খাদ্যসামগ্রী, ১২ হাজার ৯৯৩ কেজি শুকনা রসদ, ৪ হাজার ৬২০ জনের জন্য রান্না করা খাবার ও ৫ হাজার ৬৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় সাতটি অস্থায়ী চিকিৎসা দলের মাধ্যমে ২ হাজার ২১৭ জনের চিকিৎসা সহায়তা দিয়েছে সশস্ত্র বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে ১৬ জন মুমূর্ষু রোগীকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ২ হাজার ১৪৭ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিমানবাহিনী বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ সরবরাহ কার্যক্রম চলমান রেখেছে।