ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার স্নাতকের (এলএলবি–অনার্স) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সিজিপিএ ৩ দশমিক ৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। আজ রোববার পরীক্ষার ফল প্রকাশিত হয়।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুম বিল্লাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তার (অবন্তিকা) এই সাফল্য আমাদের আরও আফসোস তৈরি করছে যে আমরা আমাদের সন্তানদের ধরে রাখতে পারিনি। সে আগে বিমান বাহিনীতেও চাকরির সুযোগ পেয়েছিল।’
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত উচ্চতর তদন্ত কমিটির সদস্য অধ্যাপক মাসুম বিল্লাহ। তিনি বলেন, ‘আশা করছি, দ্রুতই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হবে। সেখানে সবার মতামত প্রকাশ পাবে। প্রতিবেদনে শিক্ষার্থীদের মানসিক সুরক্ষার সুপারিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।’
গত ১৫ মার্চ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লায় নিজের বাসায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা। তাঁর কয়েকজন বন্ধু বলেন, তিনি ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করেন। ওই পোস্টে একজন সহকারী প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন তিনি।
অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর সহপাঠীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁকে সহায়তা করার অভিযোগে এক সহকারী প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁর মায়ের করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই শিক্ষক বর্তমানে জামিনে মুক্ত আছেন।