শাওন দত্ত ও প্রিয়ন্ত দে
শাওন দত্ত ও প্রিয়ন্ত দে

কর্ণফুলী নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোর শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নদীর সীতাদেবী মন্দির এলাকায় তাদের লাশ ভেসে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুই কিশোর গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে বেড়াতে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে কর্ণফুলী নদীর তলিয়ে যাওয়া স্থান থেকে ২০০ গজের দূরে দুই কিশোরের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে দুজনের লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে কর্ণফুলী নদীর সীতাদেবী মন্দির এলাকার গোসল করতে নামে দুই কিশোর। পরে অন্য বন্ধুরা উঠে এলেও শাওন ও প্রিয়ন্ত ডুবে গিয়ে নিখোঁজ হয়। তাদের উদ্ধারে প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই দিন ধরে চেষ্টা করছিলেন।

নিহত শাওন দত্ত প্রিয়ন্ত দের মাসতুতো ভাই। চট্টগ্রাম নগরের আলকরণ চক্রবর্তী কলোনির বাসিন্দা প্রিয়ন্ত দে নূর আহমদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। আর শাওন দত্তর বাসা চট্টগ্রাম নগরের দক্ষিণ নালাপাড়া এলাকায়। সে পড়ত রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ে। এবার নবম থেকে দশম শ্রেণিতে ওঠার কথা ছিল তাদের দুজনেরই। বার্ষিক পরীক্ষার ছুটিতে বন্ধুদের সঙ্গে তারা বেড়াতে বের হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান।