দেশের স্বনামধন্য চিত্রশিল্পী হাশেম খানের বাছাই করা ২২০টি চিত্রকর্মের প্রতিরূপ নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিডেট (এইচএসবিসি) বাংলাদেশ। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসবিসি এসব তথ্য জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের সংস্কৃতি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
হাশেম খান দেশের চিত্রকলার জগতে একটি সুপরিচিত নাম। তিনি রং-তুলিতে বাংলার গ্রামীণ জীবন, দেশের ইতিহাস ও মানবিক সংবেদনশীলতা তুলে ধরেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন।
হাশেম খানের চিত্রকর্মের অ্যালবাম প্রকাশের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করছে এইচএসবিসি পরিবার। এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছে বহুজাতিক ব্যাংকটি।