দেশের লাক্সারি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ইল্লিয়ীন সাতটি নতুন হাই-এন্ড রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রধান শহরগুলোতে শিগগিরই এই হাই-এন্ড রিটেইল স্টোরগুলো উদ্বোধন করা হবে।
ইল্লিয়ীনের এই উদ্যোগ ক্রেতাদের জন্য লাক্সারি পণ্য ও শপিং অভিজ্ঞতাকে আরও সহজলভ্য করতে সহায়ক হবে। ব্র্যান্ডটি প্রথম থেকেই এক্সক্লুসিভ পোশাক, অ্যাক্সেসরিজ, পারফিউম, ফুটওয়্যার এবং বিশ্বমানের শপিং অভিজ্ঞতা প্রদানের জন্য খ্যাতি অর্জন করেছে। এই সাতটি নতুন স্টোর ইল্লিয়ীনের বাজারে অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন আউটলেটগুলোর মধ্যে পাঁচটি ফ্ল্যাগশিপ স্টোর এবং দুটি মাল্টি-ব্র্যান্ড স্টোর হিসেবে পরিচালিত হবে। ইল্লিয়ীন জানিয়েছে, শিগগিরই এই স্টোরগুলোর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। স্টোর–সম্পর্কিত আপডেট এবং বিস্তারিত জানা যাবে ইল্লিয়ীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
নতুন স্টোরের ঠিকানা— ১. যমুনা ফিউচার পার্ক, ঢাকা: মেন্সওয়্যার ফ্ল্যাগশিপ স্টোর; ২. যমুনা ফিউচার পার্ক, ঢাকা: উইমেন্সওয়্যার ফ্ল্যাগশিপ স্টোর; ৩. গুলশান অ্যাভিনিউ, ঢাকা: মাল্টি-ব্র্যান্ড স্টোর; ৪. বেইলি রোড, ঢাকা: মাল্টি-ব্র্যান্ড স্টোর; ৫. কুমারপাড়া, সিলেট: ফ্ল্যাগশিপ স্টোর; ৬. হালিশহর, চট্টগ্রাম: ফ্ল্যাগশিপ স্টোর এবং ৭. মিরপুর–১২, ঢাকা: ফ্ল্যাগশিপ স্টোর।
ইল্লিয়ীনের এই নতুন উদ্যোগ দেশের লাক্সারি ফ্যাশন বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।