মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি ডেকেছে ছাত্রলীগ৷
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি ডেকেছে ছাত্রলীগ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি ডেকেছে ছাত্রলীগ৷ ‘সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান’ শীর্ষক এই কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন৷

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দুপুরে রাজু ভাস্কর্যে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্রলীগ৷ আমাদের নেতা-কর্মীরা ১২টা থেকে রাজু ভাস্কর্যে জড়ো হবেন৷ দেড়টা থেকে কর্মসূচি শুরু হবে৷’

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরাও মঙ্গলবার বিকেল তিনটায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই কর্মসূচি পালিত হবে৷ এই কর্মসূচিটি হবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে৷