হাইকোর্টের আদেশ স্থগিত, আফতাবনগরে পশুর হাট বসাতে বাধা নেই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসে
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে দেওয়া ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দেন।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ মে হাইকোর্ট রুল দিয়ে আফতাবনগরে পশুর হাট বসাতে দেওয়া ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে উত্তর সিটি করপোরেশন আবেদন করে। আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ, সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

পরে আইনজীবী সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আফতাবনগরস্থিত ব্লক–বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গায় হাট বসানোর সিদ্ধান্ত নেয় উত্তর সিটি করপোরেশন। এ অবস্থায় রিট করলে হাইকোর্ট এ–সংক্রান্ত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন। পরবর্তী সময়ে জরিপের মাধ্যমে আফতাবনগরের কে, এল ও এম ব্লক খালি থাকায় সেখানে হাট বসানোর সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। তবে ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতের কারণে হাট বসানোর প্রক্রিয়া আটকে যায়। অস্থায়ী ভিত্তেতে হাট বসানোয় আদালত স্থগিতাদেশ দিতে পারেন না—এমন যুক্তিতে সিটি করপোরেশন আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় আফতাবনগরের কে, এল ও এম ব্লকে পশুর হাট বসানোয় আইগত কোনো বাধা নেই।’

এর আগে ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থিত ব্লক–বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গাসহ উত্তর সিটি করপোরেশনের সাত স্থানে অস্থায়ীভাবে কোরবানির পশু বিক্রির জন্য ইজারা আহ্বান করা হয়। ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন হাট বসার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আফতাবনগরের ব্লক–বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গায় কোরবানির পশু বিক্রির জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইজারার বৈধতা নিয়ে আফতাবনগর এলাকার বাসিন্দা শেখ মাহমুদ উজ্জ্বল গত মাসে রিটটি করেন।