জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক

ড. ইউনূসের ঘটনায় নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে?  

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি বলতে চাইছি, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা ওই ঘটনার ওপর গভীরভাবে নজর রাখছেন। অধ্যাপক ইউনূস তাঁর পুরো কর্মজীবনে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করছেন। আমি মনে করি, আজ আমরা যে উন্নয়নকাজ করছি, সেখানে তাঁর কাজ বিশেষ ভূমিকা রাখছে।’

একই সাংবাদিক অপর এক প্রশ্নে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অল্প কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। তাই আপনি কি অন্য বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন?

মুখপাত্র ডুজারিক বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে গিয়ে যাঁরা আটক হয়ে থাকতে পারেন, তাঁদের সবাইকে মুক্তি দেওয়া আহ্বান আমরা জানিয়ে যাব।’