বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) নির্বাহী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ উর রশিদ। তাঁরা আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবেন।
বাস্থইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটের দায়িত্ব নেবেন।
বাস্থইয়ের ২৬তম নতুন এ নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি নওয়াজীশ মাহবুব ও মাহফুজুল হক, সহসাধারণ সম্পাদক নওরোজ ফাতেমী, কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান, শিক্ষা সম্পাদক মারুফ হোসেন, পেশা সম্পাদক ওয়াহিদ আসিফ, সদস্যপদ সম্পাদক আহসানুল হক রুবেল, প্রকাশনা ও প্রচার সম্পাদক শফিউল আজম শামীম, সেমিনার ও কনভেনশন সম্পাদক সাইদা আক্তার, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদক কাজী শামিমা শারমিন পরিবেশ ও নগরায়ণ সম্পাদক খুরশীদ জাবিন হোসেন তৌফিক।
এ ছাড়া পরিষদে চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি হিসেবে আছেন ফজলে ইমরান চৌধুরী এবং সর্বশেষ আগের বাস্থইয়ের সভাপতি খন্দকার সাব্বির আহমেদও রয়েছেন।