সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। আজ মহান স্বাধীনতা দিবস। দিনটি ঘিরে একাধিক প্রতিবেদন আছে আজ প্রথম আলোয়। সেগুলোতে পাঠকের সাড়া মিলেছে যথেষ্ট। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের একাধিক প্রতিবেদন আছে। আছে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোর আলোচিত পাঁচ খবরে।

অর্থনীতির যেসব খাতে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গত ৫০ বছরে বাংলাদেশ অর্থনীতির নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে। বাংলাদেশ অনেক দেশের কাছে অনুকরণীয়। মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। বিস্তারিত পড়ুন...

গাড়ি থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের আগেই যেভাবে ধরা হয় নারীকে

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মার পাড়ে পড়ে থাকা একটি দামি গাড়ির ভেতর থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ

পুলিশের একটি দলকে তখন ওই এলাকায় পাঠানো হয়। শুক্রবার বিকেলে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ওই নারীর বাড়িতে মুঠোফোনটি বন্ধ হয় বলে নিশ্চিত হন। কিন্তু সীমা প্রথমে বিষয়টি স্বীকার করছিলেন না। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন। বিস্তারিত পড়ুন...

হঠাৎ এত দিলখোলা কেন সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান

বিশ্লেষকেরা বলছেন, এসব উদ্যোগ থেকে ইঙ্গিত মিলছে, সৌদি আরবের যুবরাজ নতুন রূপে বিশ্বমঞ্চে আসতে চাচ্ছেন। একজন ধ্বংসাত্মক নেতা থেকে এখন বাস্তববাদী ‘প্রভাবশালী খেলোয়াড়’ হতে চান তিনি। বিস্তারিত পড়ুন...

মরক্কোর কাছে হারের দায় রেফারিকে দিলেন কাসেমিরোরা

হারের পেছনে রেফারির দায় দেখছেন কাসেমিরো

প্রীতি ম্যাচ হলেও লড়াইটি মাঝেমধ্যেই হয়ে উঠেছে ‘অপ্রীতিকর’। ম্যাচের মধ্যেই দুই দলের খেলোয়াড়দের দেখা গেছে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়াতে। এমনকি রেফারির সঙ্গেও তর্কে জড়িয়েছেন কাসেমিরোরা। খেলা শেষে হারের দায়ও রেফারির ওপরই চাপিয়েছেন কাসেমিরো-রদ্রিগোরা। বিস্তারিত পড়ুন...

রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান: মামুনুর রশীদ

মামুনুর রশীদ

‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ কথাগুলো নাট্যজন মামুনুর রশীদের। বিস্তারিত পড়ুন...