ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম দেলোয়ার হোসেন (৩৪)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাটের আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। কী কারণে ওই সময় তিনি ওই স্থানে রেললাইনের কাছে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গতকাল বিকেলে ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেনটি। রাত আনুমানিক ১০টার দিকে ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের দিকে যাওয়ার পথে দত্তেরহাটের আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে বাম পা আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাছির প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে প্রথমে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশও সেখানে আসে। তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ নিয়ে গেছেন। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।