চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ছয়টি গোয়ালঘর। এদে দুটি গরু মারা যায়। দগ্ধ হয় আরও ১৭টি গরু। আজ সকালে উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামে
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ছয়টি গোয়ালঘর। এদে দুটি গরু মারা যায়। দগ্ধ হয় আরও ১৭টি গরু। আজ সকালে উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামে

বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে দুই গরুর মৃত্যু, ১৭টি দগ্ধ

চট্টগ্রামের বোয়ালখালীতে গতকাল মঙ্গলবার রাতে আগুন লেগে ৬টি গোয়ালঘর পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে দুটি গরু। দগ্ধ হয়েছে আরও ১৭টি গরু। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ছয় মালিকের বাড়ির সামনের কাঁচা ও টিনের গোয়ালঘরে আগুন লাগে। এতে গোয়ালঘরে থাকা মো. কামাল, জাহিদুল হকের তিনটি, আবদুর ছবুরের তিনটি ও আবদুল মোনাফের তিনটি করে গরু পুড়ে যায়। এ ছাড়া ওবাইদুল হকের পাঁচটি ও তাহেরা আক্তারের দুটি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে জায়েদুল হকের একটি গাভি ও আবদুর ছবুরের একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

করলডেঙার ইউপি সদস্য মো. জসিম বলেন, ‘গোয়ালঘরে কী কারণে আগুন লেগেছে, তা বুঝতে পারছি না। অনেকগুলো গরু পুড়ে গেছে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আগুনে পুড়ে যাওয়া একটি গোয়ালঘর। আজ সকালে উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেতু ভূষণ দাশ বলেন, দগ্ধ গরুগুলোর চিকিৎসার জন্য একটা মেডিকেল দল গঠন করা হয়েছে। সব কটি গরুর শ্বাসনালি পুড়ে গেছে।