ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০১ জন

দেশে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার আর একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২০৮ রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ডিএসসিসির বিভিন্ন হাসপাতালে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৬, ডিএনসিসির বিভিন্ন হাসপাতালে ১১৫, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬১, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৫, রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৭, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭, রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭ এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭০১ জন। আর এ বছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন।