সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ২০২২ সালে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংক এশিয়া লিমিটেডের সদ্য সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কাজী ফকরুদ্দীন আহমেদ।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের কাছে বিভাগের শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক শেখ আবদুর রহিমের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।