সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ জুন, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি, প্রয়োজনে জবাব দেওয়া হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: বাসস

সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত-সংকটে আমরা ভুক্তভোগী হলে, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে। তবে আমাদের কেউ আক্রান্ত হলে, সেই আক্রমণের জবাব দেওয়া হবে।’ বিস্তারিত পড়ুন...

মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে ‘মারধর’, মামলা

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে আরেক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত পড়ুন...

এবার বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল

বিএনপি

সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির ঢাকাসহ চারটি মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল করা হয়েছে। দলটির এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু কাউন্সিল করতে না পারা এই কমিটির ৩৯টি পদে রদবদলের কথা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন

রংপুরে সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১২ বছরে এখানে একবারও এমন কোনো বড় প্রকল্প দেওয়া হয়নি, যাতে নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়।

একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সভার সিদ্ধান্তগুলোর দিকে তাকালে বোঝা যায়, রংপুর অঞ্চলের জন্য তেমন কোনো উন্নয়ন প্রকল্প থাকে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার ১ শতাংশের কম রংপুর বিভাগে বরাদ্দ দেওয়ার ঘটনাও অতীতে ঘটেছে। ২০১৮-১৯ অর্থবছর তার প্রমাণ। মেগা প্রকল্প বাদ দিয়ে ওই বছর দশমিক ৯৮ শতাংশ বরাদ্দ ছিল। বিস্তারিত পড়ুন...

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা, বাদ পড়লেন কারা

২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা

কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোপার জন্য প্রাথমিকভাবে ২৯ জনের দল ঘোষণা করেছিল। সেই দল থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের দুই খেলোয়াড় লিওনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বারকো। কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েছেন কাতারে বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল কোরেয়া। তবে দলে টিকে গেছেন লুকাস কুয়ার্তা। বিস্তারিত পড়ুন...