ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত জানুয়ারিতে সরকার আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো।

তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, গত ১১ জানুয়ারি থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার তাঁকে চুক্তি ভিত্তিতে একই পদে রেখে দেয়। আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত তিনি পুলিশপ্রধানের পদে থাকবেন।

আইজিপির পদটি সিনিয়র সচিবের পদমর্যাদার।