ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও টার্গেট করে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে প্রদর্শনীর আয়োজন করে দৃক পিকচার লাইব্রেরি। রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা, ১৫ নভেম্বর
ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও টার্গেট করে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে প্রদর্শনীর আয়োজন করে দৃক পিকচার লাইব্রেরি। রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা, ১৫ নভেম্বর

ফিলিস্তিনি সাংবাদিকদের ‘টার্গেটেড কিলিং’–এর প্রতিবাদে দৃকের সংহতি প্রকাশ ও প্রদর্শনী

ফিলিস্তিনের গাজায় গণহত্যার সংবাদ থেকে বিশ্বকে অন্ধকারে রাখতে ইসরায়েল নিশানা করে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ১৯১ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সাংবাদিকদের এই টার্গেটেড কিলিংয়ের প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গাজা হলোকাস্ট: কিলিং দ্য ট্রুথটেলারস’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে দৃক পিকচার লাইব্রেরি। প্রদর্শনীতে দৃক পরিবারের সদস্য, বন্ধু ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফিলিস্তিন মুক্তির সংগ্রামে শহীদ সাংবাদিকদের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন উপস্থিত সাধারণ মানুষ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪ উপলক্ষে গত ৫ মে একই শিরোনামে পান্থপথের দৃকপাঠ ভবনে ৭ দিনব্যাপী একটি প্রদর্শনী ও একটি প্যানেল আলোচনার আয়োজন করেছিল দৃক।

আজকের সংহতি প্রকাশের প্রদর্শনীটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার অঙ্গীকারের অংশ।