ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের চাপায় সোহরাব হোসেন (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাব হোসেনকে চাপা দেওয়া বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীদের নিয়ে দ্বিতল ওই বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সোহরাব হোসেন। স্থানীয় লোকজন হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত সোহরাব হোসেন ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরছিল বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাস। থানাস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আহত হন। আহত অবস্থায় তাঁকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।