বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লোগো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লোগো

বিদ্যুৎ–জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ করতে পারবে যে কেউ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত আওয়ামী লীগ সরকারের অনুমোদিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের অধীন করা সব চুক্তি পর্যালোচনায় কাজ করছে অন্তর্বর্তী সরকারের গঠিত পর্যালোচনা কমিটি। এ কমিটি সবার কাছ থেকে তথ্য সহায়তা চেয়েছে। যে কেউ বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে পারবে তাদের কাছে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়, ৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুনীতিসংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ ই–মেইলে কমিটির কাছে অভিযোগ জানানো যাবে। কমিটি প্রয়োজনে অভিযোগকারী, অভিযুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অভিযোগ জানাতে nationalreviewcommittee@gmail.com এই ঠিকানায় ই–মেইল করতে পারবে যে কেউ।