হাইকোর্ট
হাইকোর্ট

ছাত্র–জনতার আন্দোলন

নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত প্রশ্নে রুল

ছাত্র-জনতার আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।

গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আহত উত্তরার বাসিন্দা মনির মুন্না আবেদনকারী হয়ে ৯ অক্টোবর রিটটি করেন। এই রিটে ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি; দীর্ঘমেয়াদে সেবার প্রয়োজন, এমন আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা ও ক্ষতিপূরণ প্রদানে নীতি প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনসহ কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রওশন আলী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান শুনানি করেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত শুধু রুল দিয়েছেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী রওশন আলী প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, অর্থসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।