ট্রাকের নিচে ঘুমাচ্ছিলেন সহকারী, ভুলে গাড়ি চালু করেন চালক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন ট্রাকচালকের সহকারী মো. মাছুম (১৮)। বিশ্রামের জন্য বেছে নিয়েছিলেন ট্রাকের নিচের জায়গাটিকে। কিন্তু কিছুক্ষণ পর অসাবধানতাবশত গাড়িটি চালু করে টান দেন চালক। এতে মারা যান মাছুম।

আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে কর্ণফুলী থানাধীন সিইউএফএল ১ নম্বর চায়না গেট এলাকায় গোডাউনের পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. মাছুম বরিশালের খুলাদী থানার চরগাছা এলাকার মো. মজিবুরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরে আলম আশেক জানান, বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় মাছুমকে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নুরে আলম আশেক আরও বলেন, ১ নম্বর চায়না গেটের সামনে পাকা রাস্তার ওপর ট্রাক রেখে গাড়ির নিচে শুয়ে পড়েন ক্লান্ত মাছুম। গাড়ির চালক অসতর্কভাবে গাড়ি টান দিলে মাথায় গুরুতর আঘাত পান মাছুম। তাঁর মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে।