রোড সেফটি ফাউন্ডেশন

সেপ্টেম্বরে সড়কে প্রতিদিন গড়ে ১৩ জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দেশে সড়ক দুর্ঘটনায় গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন ১৩ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ছিল বেশি। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংগঠনটির হিসাবে, গত মাসে দেশে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৮৩ জন। নিহত ব্যক্তিদের ৫৩ জন শিশু ও ৪৮ জন নারী। দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

যাত্রীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গতকাল শনিবার দেওয়া এক হিসাবে জানিয়েছে, গত মাসে সড়ক দুর্ঘটনায় দেশে ৪১৭ জনের মৃত্যু হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি—১৫১, তিন চাকার যানে (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, মিশুক, লেগুনা, টেম্পু) ৬৮ এবং স্থানীয়ভাবে তৈরি যানে (নছিমন, আলমসাধু, পাখিভ্যান, টমটম, মাহিন্দ্র, ডাইসু) ২৪ জন নিহত হন।

সবচেয়ে কম মৃত্যু বাইসাইকেল, রিকশা, ভ্যান, প্রাইভেট কার ও মাইক্রোবাসে। এসব দুর্ঘটনায় ৪৯ জন চালক, চালকের সহকারী ও যাত্রী মারা গেছেন। এ ছাড়া সড়কে ৯৭ জন পথচারী নিহত হয়েছেন।

সবচেয়ে বেশি ১৮৩টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ১৩৯টি। এ ছাড়া গত মাসে ১৪টি নৌ দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন এবং দুজন নিখোঁজ রয়েছেন। আর রেলপথে ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ২২ জন।