সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ব্যবসায়ী আদম তমিজী হক। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম আজ বুধবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ জুয়েল মিয়া।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বছরের ১৫ নভেম্বর রাজধানীর দক্ষিণখান থানায় আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান। মামলাটি তদন্ত করে গত ২৪ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক রেজাউল করিম। তাতে আসামি আদম তমিজী হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
চূড়ান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলে সাইবার নিরাপত্তা আইনে অপরাধ করেছেন বলে প্রতীয়মান হয়। তবে অপরাধসংক্রান্ত কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। চূড়ান্ত প্রতিবেদনে আরও বলা হয়, আসামি আদম তমিজী হকের প্রোফাইল লক (অবরুদ্ধ) থাকায় তাঁর আইডিতে লগইন করা সম্ভব হয়নি।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ মামলার শুনানির ধার্য ছিল। আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা থেকে আসামি আদম তমিজী হককে অব্যাহতির আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের ১১ ডিসেম্বর আদম তমিজী হককে আটক করে ডিবি পুলিশ। পরদিনই তাঁকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়। এর পর থেকে তিনি সেখানেই ছিলেন। সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় আদম তমিজী হককে ৪ জানুয়ারি কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। গত ৪ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান।
আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।