সিএনজিচালিত অটোরিকশার চালক মিজানকে রোববার ধলপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়ার সময় বাবাকে দেখার জন্য মায়ের হাত ধরে প্রিজন ভ্যানের সঙ্গে ছুটছে শিশু তায়েবা। গত সোমবার বিকেলে সিএমএম কোর্ট প্রাঙ্গণে
সিএনজিচালিত অটোরিকশার চালক মিজানকে রোববার ধলপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়ার সময় বাবাকে দেখার জন্য মায়ের হাত ধরে প্রিজন ভ্যানের সঙ্গে ছুটছে শিশু তায়েবা। গত সোমবার বিকেলে সিএমএম 
কোর্ট প্রাঙ্গণে

সারা দেশে অভিযানে গ্রেপ্তার আরও ১৪০০, ৮ দিনে প্রায় ৪৫০০

  • গত ৮ দিনে সারা দেশে গ্রেপ্তার প্রায় সাড়ে চার হাজার।

  • রাজধানীতে মোট গ্রেপ্তার ১ হাজার ৭৫৮ জন।

  • চট্টগ্রামে মোট গ্রেপ্তার ৭০৩।

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬৪১ জনকে।

এ নিয়ে গত ৮ দিনে (১৭-২৪ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার। বিভিন্ন মহানগর, জেলা ও থানা–পুলিশ সূত্রে গ্রেপ্তারের এ তথ্য জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এই গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। কোথাও কোথাও পুরোনো মামলায়ও গ্রেপ্তার করা হচ্ছে।

গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন ১ জুলাই থেকে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের অনেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। কোথাও কোথাও পুরোনো মামলায়ও গ্রেপ্তার করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গত রোববার রাত থেকে ঢাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ ও র‍্যাব। গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

রাজধানীর চারপাশেও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, সাভারে গতকাল নতুন করে ৪টি মামলা হয়েছে। এ নিয়ে সাভারে মোট ৭টি মামলা হয়েছে। গতকাল সাভারে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। পার্শ্ববর্তী আশুলিয়া থানায় গতকাল নতুন একটিসহ মোট চারটি মামলা হয়েছে। সেখানে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। ঢাকার ধামরাই থানায় মঙ্গলবার একটি মামলা হয়েছে, সেখানে গতকাল ১ জনসহ মোট গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। এ ছাড়া দোহার ও নবাবগঞ্জে গতকাল বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে নাশকতা ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পর্যন্ত মোট ৯টি মামলায় ২৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মহানগরে গতকাল ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখানে নতুন করে আরও ৫টি মামলা হয়েছে। গতকাল পর্যন্ত মোট ২৮টি মামলায় ৩১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। মুন্সিগঞ্জে গতকাল ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ, এ নিয়ে এখানে মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হলো।

গতকাল ফরিদপুরে ১ জন, রাজবাড়ীতে ২ জন ও মাদারীপুরে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পুরোনো মামলায় গতকাল পুলিশ গোপালগঞ্জে ১২ জন ও শরীয়তপুরে ২৪ জনকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহে গতকাল আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখানে ১৪টি মামলায় গতকাল পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে।

শেরপুরে গতকাল আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জেলায় ৬টি মামলায় গতকাল পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জে ৪টি মামলায় নতুন করে ২৫ জনসহ গতকাল পর্যন্ত মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলে গতকাল আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এখানে ১০টি মামলায় গতকাল পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনায় গতকাল নতুন ৫ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে ২৭ মামলা, গ্রেপ্তার ৭০৩

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বহদ্দারহাটে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল পাউবোর পক্ষ থেকে চান্দগাঁও থানায় মামলাটি করা হয়। এতে অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়। এ নিয়ে চট্টগ্রাম মহানগরে মামলার সংখ্যা দাঁড়াল ১৬। অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলা হয়েছে।

গতকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলায় মোট ২৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় গতকাল ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট ৭০৩ জনকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুরে মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ৫৮ জন নেতা-কর্মী গ্রেপ্তার হলো। তবে জেলা বিএনপির সদস্যসচিব হাছিবুর রহমানের দাবি, গত চার দিনে জেলা ও পাঁচটি উপজেলায় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

নোয়াখালীতে মঙ্গলবার রাতে জেলা যুবদলের নেতাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের তিনজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আগের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ফেনীতে মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ জেলায় পুলিশের করা দুটি মামলায় এ পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুরে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। সাতটি মামলায় গতকাল পর্যন্ত মোট গ্রেপ্তার ৩৭। কুমিল্লায় গতকাল আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে ৭টি মামলায় গতকাল পর্যন্ত ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

অন্যান্য জেলার চিত্র

সিলেটে গতকাল গ্রেপ্তার করা হয়েছে আরও ১৪ জনকে। এখানে ১০টি মামলায় গতকাল পর্যন্ত ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জে গতকাল ১ জনকে গ্রেপ্তার করা হয়, হবিগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।

গতকাল বরিশাল জেলায় ১৬ জন ও ভোলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুরোনো মামলায় গতকাল পটুয়াখালীতে ২ জন ও পিরোজপুরে ১ জন এবং বরগুনায় গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

খুলনায় গতকাল নতুন করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখানে মোট ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল মাগুরায় ১ জন, মেহেরপুরে ১৭ জন, সাতক্ষীরায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। যশোরে পুরোনো মামলায় গতকাল পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গতকাল রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ২৩ জন, পাবনায় ২০ জন, সিরাজগঞ্জে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, জয়পুরহাটে ১৫ জন, গাইবান্ধায় ৯ জন, কুড়িগ্রামে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, নওগাঁয় ৪ জন, পঞ্চগড়ে ৩ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারীতে ২ জন ও বগুড়ায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি)