এখন খুব ভোরবেলায় প্রকৃতি থাকে কুয়াশাচ্ছন্ন। রাতের বেলায় ঘাসের ডগায় জমতে থাকে শিশির। এর অর্থ ধীরপায়ে এগিয়ে আসছে শীতের মৌসুম। এই সময়টায় ভ্রমণপ্রিয় বাঙালিরা তৈরি হন দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য। গরমের চিন্তা নেই, বৃষ্টির চোখ রাঙানি নেই, এ কারণে শীতকেই ভ্রমণের জন্য আদর্শ মৌসুম হিসেবে ধরা হয়।
শীতকালে দেশের ভেতরের কোন জায়গাগুলোতে বেড়াতে গেলে ভালো হবে—চলুন জানা যাক।
একটু ব্যতিক্রমধর্মী ভ্রমণের স্বাদ পেতে চাইলে যেতে পারেন ক্যাম্পিংয়েও। নিজের মতো করে তাঁবু খাঁটিয়ে একটি জায়গায় থাকা, নিজেই রান্না করে খাওয়ার আনন্দটা একটু আলাদাই হয়।
হিমশীতল হাওয়ার পরশ যদি আপনার পছন্দের একটি অনুভূতি হয়ে থাকে, তাহলে এই শীতে চলে যেতে পারেন পঞ্চগড় অথবা তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব-উত্তরের এই জেলাগুলোতে গেলে শীতের আসল রূপ অনুভব করা যায়। তেঁতুলিয়ায় যাওয়ার পর যদি আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দেখাও পেয়ে যেতে পারেন। এ ছাড়া পঞ্চগড় গেলে দেখতে পাবেন সমতল ভূমির চা-বাগান। চাইলে বাসে করেই উত্তরবঙ্গের এই শহরগুলোতে পৌঁছানো যাবে। জিপি স্টার গ্রাহকেরা এই সময় বাই-রোড ট্রাভেলে পাবেন বিশেষ ডিসকাউন্ট।
একটু ব্যতিক্রমধর্মী ভ্রমণের স্বাদ পেতে চাইলে যেতে পারেন ক্যাম্পিংয়েও। নিজের মতো করে তাঁবু খাঁটিয়ে একটি জায়গায় থাকা, নিজেই রান্না করে খাওয়ার আনন্দটা একটু আলাদাই হয়। বাংলাদেশে ক্যাম্পিংয়ের জন্য বেশ কিছু দারুণ জায়গা রয়েছে। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ, সিলেটের রেমা কালেঙ্গা অভয়ারণ্য, বান্দরবানের মারায়ন তং ইত্যাদি জায়গায় পাওয়া যাবে তাঁবুবাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আর আপনি যদি পাহাড়প্রেমী হন, বান্দরবান হতে পারে আসছে শীতের সেরা ভ্রমণ গন্তব্য। বাইকে করে, জিপে চেপে, অল্প ট্র্যাক করে, বড় বড় ট্র্যাক প্ল্যান করে, দল বেঁধে তিন দিন থেকে তিন সপ্তাহের জন্য পরিকল্পনা করা যায় শুধু এক বান্দরবানের বিভিন্ন পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য। ভালো গাইড, প্রশাসনের অনুমোদন, আর্মি আর স্থানীয় আদিবাসীদের সহযোগিতায় নানা রকম উপায়ে অল্প বা বেশি দিনের প্ল্যান করে উপভোগ করা যেতে পারে বান্দরবানের রং, রূপ আর গন্ধ!
সাগর দেখতে চাইলে কক্সবাজার, কুয়াকাটা, সোনাদিয়া, গুলিয়াখালীর মতো গন্তব্যগুলো তো আছেই। একই সঙ্গে চাইলে যেতে পারেন সেন্ট মার্টিন ভ্রমণেও। এই প্রবালদ্বীপের বালুকাবেলা ঠিকই আপনার মনের সমস্ত অবসাদ দূরে সরিয়ে আপনাকে চাঙা করে তুলবে। বিমানযোগে আপনি যদি কক্সবাজার যেতে চান, একই সঙ্গে আপনি যদি জিপি স্টার গ্রাহকও হন, তাহলে বিমানের টিকিটে পেতে পারেন স্পেশাল ডিসকাউন্ট। একই অফার ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্যও প্রযোজ্য।
অরণ্যপ্রিয় মানুষের কাছে আসছে শীতে সবচেয়ে প্রার্থিত ভ্রমণ গন্তব্য হতে পারে পৃথিবীর অন্যতম দুর্লভ ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাগেরহাট, খুলনা আর সাতক্ষীরা—তিনটি জেলার বিস্তৃত অঞ্চলজুড়ে যার অবস্থান, যাকে উপভোগ করা যেতে পারে নানাভাবে, নানা জায়গা থেকে। দূর থেকে দেখে, কাছে গিয়ে আবার নদীতে ভেসে ভেসেও।
অনেক সময় ব্যস্ততার কারণে খুব বেশি দূরে যাওয়া হয়েও ওঠে না। সে ক্ষেত্রে ঢাকার ভেতরে ও অদূরে আছে অবকাশযাপনের জন্য বিভিন্ন রিসোর্ট। কোনো এক ছুটির দিনে পরিবারের সবাই মিলে চলে যেতে পারেন এ রিসোর্টগুলোতেও। যাওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে শেয়ার্ড রাইড। জিপি স্টার গ্রাহকেরা এই মৌসুমে বিশেষ ছাড় পাবেন রাইডশেয়ারিং অ্যাপ থেকেও।
অতএব, হোক পরিকল্পনা, এবারের শীত মৌসুম উপভোগ্য হোক প্রিয় বাংলাদেশের পছন্দের স্থানে ভ্রমণের মাধ্যমে।