মনোয়ারা বেগম
মনোয়ারা বেগম

সাহায্যের আবেদন

মনোয়ারার চিকিৎসায় সহায়তা দরকার

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর বাসিন্দা মৃত মো. ওছমান মণ্ডলের স্ত্রী মনোয়ারা বেগম (৫১) ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডসহ নানা রোগে আক্রান্ত। এই দম্পতির কোনো সন্তান নেই। মনোয়ারা বেগম রাজধানীর নাখালপাড়ায় একটি বাসায় কাজ করে মাসে পাঁচ হাজার টাকা পান। এই টাকায় তাঁর থাকা, খাওয়াসহ জীবনধারণের বন্দোবস্ত করতে হয়। অথচ তাঁর ওষুধের জন্যই মাসে কয়েক হাজার টাকার প্রয়োজন।

অর্থাভাবে তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। এ জন্য সমাজের বিত্তবান মানুষের সহায়তা চেয়েছেন তিনি। মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের নম্বর ০১৮৬৬১৬৯১৪৪। এই নম্বরে বিকাশ অথবা নগদে তাঁকে অর্থসহায়তা পাঠানো যাবে।