ঢাকার জজকোর্ট এলাকায় পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপিপন্থী ১৩ আইনজীবী আগাম জামিন পেয়েছেন।
আজ সোমবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপিপন্থী ১৩ আইনজীবীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাঁদের ঢাকার মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগাম জামিন পাওয়া বিএনপিপন্থী আইনজীবীরা হলেন এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, গাজী কামরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম ও আশরাফ জালাল খান।
১৩ আইনজীবীর মধ্যে মাহবুব উদ্দিন বিএনপির যুগ্ম মহাসচিব, কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদক, গাজী কামরুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রুহুল কুদ্দুস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।
বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৬৬ জনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর মামলা হয়।
পুলিশের করা এই মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান ১৩ জন। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।