ফেনীর সোনাগাজীতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন জামা হাতে শিশুরা। গতকাল দুপুরে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে
ফেনীর সোনাগাজীতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন জামা হাতে শিশুরা। গতকাল দুপুরে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

নতুন পোশাক পেলেন ৮৭০ বন্যার্ত

‘বন্যায় চাল–ডাল বা চিড়া–মুড়ি নিয়ে অনেকে এলেও অতি প্রয়োজনীয় কাপড় পাইনি। লজ্জার কারণে কারও কাছে অনেকে কাপড় চাইতে পারেন না। আপনারা এই ভালো কাজটি করেছেন। এমন দুঃসময়ে আপনাদের দেওয়া কাপড় সবার উপকারে আসবে।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা নতুন পোশাক পেয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা আবদুল জলিল। গতকাল শনিবার বেগমগঞ্জের বড় মেহেদীপুর গ্রামে বন্যার্ত ৪৫০ জনের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভা নোয়াখালীর সদস্যরা।

নোয়াখালী ছাড়াও গতকাল প্রথম আলোর ট্রাস্টের উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪২০ জনকে নতুন পোশাক দেওয়া হয়। গতকালের এসব পোশাক বিতরণ করা হয়েছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভের সহায়তায়।

পঞ্চম শ্রেণিপড়ুয়া বড় মেহেদীপুর গ্রামের নাসরিন আক্তার (১২) নতুন পোশাক হাতে জানাল, এখনো হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হয়। বন্যার পানি ঢুকে ঘরে থাকা প্রায় সব কাপড় নষ্ট হয়ে গেছে। নতুন একটি জামা পেয়ে সে অনেক খুশি।

গতকাল সোনাগাজীর বাদুরিয়া গ্রামে বন্যার্ত মানুষের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভা ফেনীর সদস্যরা। শিশুসন্তান নিয়ে নতুন পোশাক নিতে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এসেছিলেন নাছিমা আক্তার।

নতুন পোশাক হাতে এই গৃহিণী জানান, বন্যায় ঘরের সব জিনিস নষ্ট হয়েছে। অর্থাভাবে এখনো ভাঙা ঘরই ঠিক করতে পারেননি। তাঁর স্বামী রিকশা চালান। এমন সময়ে সন্তান ও নিজের জন্য নতুন পোশাক পেয়ে ভালো লাগছে।

বন্যার্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল।

হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।