স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর্যায়ে বাংলাদেশসহ অন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য ব্যবসায়িক সুবিধা (জিএসপি প্লাস) তিন বছরের পরিবর্তে আরও ছয় বছর বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলজিয়াম সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নকে তাদের ব্যবসায়িক (জিএসপি প্লাস) সুবিধাগুলো তিন বছরের পরিবর্তে ছয় বছর করার জন্য অনুরোধ করছি। কেননা, অন্যান্য স্বল্পোন্নত দেশের মতো বাংলাদেশ এখন করোনা মহামারি মোকাবিলা করছে এবং যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রয়েছে।’
ব্রাসেলসে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ব্যবসায়িক সুবিধার সম্প্রসারণ এলডিসি দেশগুলোর উত্তরণের পর সমৃদ্ধির যাত্রাকে মসৃণ করবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়াসহ দ্বিপক্ষীয় আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। তিনি ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপীয় ইউনিয়ন ব্যাংক (ইআইবি) ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
এসব অনুষ্ঠান ও বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে অনুকূল পরিবেশ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিনিয়োগের সবচেয়ে অনুকূল পরিবেশ উল্লেখ করে ইইউভুক্ত দেশগুলোকে বাংলাদেশে আরও বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানান।
ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে মূলত রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও সম্পর্কের বিষয়টি এসেছে। তবে আগামী নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।