এআইইউবি-এইআরডির যৌথ উদ্যোগে প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন আকাশবাণী ভি-১ উন্মোচন করা হয়েছে
এআইইউবি-এইআরডির যৌথ উদ্যোগে প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন আকাশবাণী ভি-১ উন্মোচন করা হয়েছে

এআইইউবি–এইআরডির যৌথ উদ্যোগে আবহাওয়া বেলুন উন্মোচন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইইবি) ও ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশনের (ডি২এ২১) সহযোগিতায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকার (এইআরডি) প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন আকাশবাণী ভি-১ উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার এআইইউবি ক্যাম্পাসে সফলভাবে বেলুন উন্মোচন করা হয়।

আবহাওয়া বেলুনটি ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে কুমিল্লায় অক্ষত অবস্থায় অবতরণ করে। আবহাওয়া পর্যবেক্ষণ বেলুনটি বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং বায়ুমণ্ডলের অবস্থা পরিমাপ করার জন্য তৈরি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এআইইউবি।

এইআরডি প্রকল্পের প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য চেন সুজু হেন এবং শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, ‘বাংলাদেশে আমরা এআইইউবির সঙ্গে মহাকাশ গবেষণা ও অনুসন্ধানের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ। এইআরডি ভবিষ্যতে এ ধরনের গবেষনামূলক পরীক্ষায় আরও বড় পরিসরে অংশগ্রহণ করবে।’