শুভ সকাল। আজ ১৮ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার পবিত্র ঈদুল আজহার দিন প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ
নাসরিন হাতে মেহেদি দিতে খুব পছন্দ করে। ঈদের দিন নতুন জামা পরে সাজগোজ করে খালার বাড়িতে বেড়াতে যায় সমবয়সীদের সঙ্গে। এ বছর রোজার ঈদেও তা-ই করেছে সে। সালামি নিয়েছে মুরব্বিদের কাছ থেকে। অভাবী পরিবারের মেয়েটি শখ করেছিল সালামির টাকাগুলো দিয়ে একটা জামা কিনবে। কিন্তু নাসরিন জানত না, জীবন কত নিষ্ঠুর হয়ে অপেক্ষা করছে তার জন্য। এই কটা সামান্য টাকাও খরচ হয়ে যাবে ওষুধ কিনতে। বিস্তারিত পড়ুন...
প্রায় এক বছর ধরে চলছে মেহমানদারি। মেহামানখানায় অতিথি অসহায়-ছিন্নমূল মানুষ। যাঁদের খোঁজ কেউ রাখেন না, তাঁদের এক বেলা পেটপুরে খাওয়াতেই এই আয়োজন একদল যুবকের। অসহায় মানুষদের আপ্যায়নে সপ্তাহের শুক্রবারকে বেছে নিয়েছেন তাঁরা। ব্যতিক্রমী এই আয়োজন চোখে পড়ে নড়াইল পৌর শহরের পুরোনো বাস টার্মিনাল-সংলগ্ন হাসিব প্লাজার সামনে। হাসিব প্লাজার কয়েকটি দোকানের মালিক ও তাঁদের বন্ধুরা মিলে করেন এই আয়োজন। বিস্তারিত পড়ুন...
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এ ছুটি এক সপ্তাহ কমতে পারে। পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...
গত সপ্তাহে ইউরোপ মহাদেশের রাজনীতিতে যেন একটি ভূমিকম্প হয়ে গেছে। এবং সেই ভূমিকম্পে সেখানকার রাজনীতি ডানপন্থার দিকে হেলে পড়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, হাঙ্গেরিসহ বিভিন্ন দেশে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী দলগুলোকে এগিয়ে থাকতে দেখা গেছে।
বিস্তারিত পড়ুন ...
সুপার এইটের আটটি দলকেই পেয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় আজ সকালে বাংলাদেশ নেপালকে হারাতেই সুপার এইটের অষ্টম দলটিকে পেয়ে যায় ২০ ওভারের ক্রিকেটের নবম বিশ্বকাপ। ‘ডি২’ হিসেবে বাংলাদেশের নামটি নিশ্চিত হতেই চূড়ান্ত হয়ে যায় সুপার এইটের সূচিও। বিস্তারিত পড়ুন...