এ বছরের ১৫ জুলাই ইউনিলিভার তাদের গ্লোবাল ওয়াটার পিউরিফিকেশন ব্যবসা ‘পিউরইট’কে বিশ্বব্যাপী নেতৃস্থানীয় ওয়াটার পিউরিফিকেশন ব্যবসা এ.ও স্মিথের (A.O Smith) কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছিল। ১৫০ বছর ধরে নতুন নতুন উদ্ভাবন এনে গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি পানির বিশুদ্ধতার প্রতি গভীর প্রতিশ্রুতি রেখে কাজ করছে এ.ও স্মিথ।
বাংলাদেশে পিউরইটের পৃথকীকরণ ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন মালিকানার অধীন পিউরইট তাদের প্রয়োজনীয় ওয়াটার পিউরিফিকেশন ডিভাইসের বিক্রি ও সেবা প্রদান অব্যাহত রাখবে।
এ.ও স্মিথ আশা করছে, এই ক্রয় তাদের দক্ষিণ এশিয়ায় বাজারে শক্তিশালী করবে এবং তাদের প্রিমিয়াম পণ্য ও বিতরণের ক্ষমতা বাড়াবে। এ ক্ষেত্রে পিউরইট ওয়ারেন্টি ও বিক্রয়–পরবর্তী সেবাতে কোনো পরিবর্তন হবে না। যেকোনো পরিষেবা বা ইনস্টলেশন তথ্যসংক্রান্ত বিস্তারিত অনুসন্ধানের জন্য গ্রাহকেরা কেয়ার লাইন ১৬৬২৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।