সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে অতিথিরা
সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে অতিথিরা

মুক্তিযুদ্ধ জাদুঘর

শুরু হলো ‘সুলতানার স্বপ্ন’ পাঠ কর্মসূচি

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ শুরু হয়েছে। ঢাকা ও এর আশপাশের ২৮টি বেসরকারি পাঠাগারের সঙ্গে এ কর্মসূচি শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। উপন্যাসটি ইউনেসকোর স্বীকৃতি লাভ করায় উদ্‌যাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গ্রন্থপাঠ উদ্‌যাপন কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় সুলতানার স্বপ্ন-এর অডিওবুকের। অডিওবুক বাংলায় পাঠ করেছেন অভিনেত্রী ত্রপা মজুমদার, ইংরেজিতে পাঠ করেছেন শিল্পী ওয়ার্দা আশরাফ। মুক্তিযুদ্ধ জাদুঘরের ইউটিউব চ্যানেলে অডিওবুক শোনা যাবে। পাঠাগারগুলোতে এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সুলতানার স্বপ্ন বইটি। বই পড়ে পাঠক অংশ নেবেন প্রতিযোগিতায়। সেখান থেকে বিচারকেরা নির্বাচন করবেন বিজয়ীদের।

সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক

অনুষ্ঠানে বাংলাদেশের ইউনেসকো প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইস অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ইউনেসকোর স্বীকৃতি পাওয়া সুলতানার স্বপ্ন বাংলাদেশের বিভিন্ন পাঠাগারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রশংসা করেন। এ জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে সুলতানার স্বপ্ন নিয়ে আরও কাজ করার কথা উৎসাহ দেন।

সুজান ভাইসকে অভিবাদন জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, সুলতানার স্বপ্ন-এর প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি। বরং আরও বেশি বিস্তার প্রয়োজন।

বক্তব্য দেন বাংলাদেশের ইউনেসকো প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইস

গবেষক ও ট্রাস্টি মফিদুল হক বলেন, এ উপন্যাসে কেবল নারীর ক্ষমতায়নই নয়, আছে পরিবেশ ও জলবায়ুর প্রসঙ্গও। স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা সুলতানার স্বপ্ন নিয়ে চলচ্চিত্র বানিয়েছেন। সারা বিশ্বে গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে সুলতানার স্বপ্ন চর্চায় কমতি আছে।

স্বাগত বক্তব্যে ট্রাস্টি সারা যাকের বলেন, নারীর অগ্রগতির সঙ্গে এখনো সমানভাবে প্রাসঙ্গিক সুলতানার স্বপ্ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি-এর আহ্বায়ক মো. শাহনেওয়াজ, সদস্যসচিব মো. জহির উদ্দিন, শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হক তারেকসহ অন্যরা। নির্মাতা আমিনুল আক্রামের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত সুলতানার স্বপ্ন-এর সূচনা পর্বের চলচ্চিত্রায়ণ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কামাল স্মৃতি পাঠাগার, শহীদ রুমী স্মৃতি পাঠাগার ও আলোকবর্তিকা গ্রন্থালয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ (ওয়ার্ল্ড মেমোরি) তালিকায় এ বছরের মে মাসে স্থান পেয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস সুলতানা’স ড্রিম বা সুলতানার স্বপ্ন। এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীমুক্তির অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পায় বাংলাদেশ। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবে ইউনেসকোর এ স্বীকৃতি পায় উপন্যাসটি। শত বছর আগে লেখা সুলতানা’স ড্রিম বিশ্বসাহিত্যের ইতিহাসে ধ্রুপদি নারীবাদী কল্পকাহিনির অংশ।