লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুরের প্রার্থিতা বাতিল করল ইসি

নির্বাচন কমিশন
ফাইল ছবি

নির্বাচনী অপরাধে লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার নির্বাচন কমিশন হাবিবুরকে ঢাকায় তলব করে অভিযোগের শুনানি করেছিল। আজ মঙ্গলবার তাঁর প্রার্থিতা বাতিল করে তাঁকে চিঠি দিয়েছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচনী অপরাধে’ এই প্রথম কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো।

ইসি সূত্র জানায়, হাবিবুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কমিশনে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে বলা হয়, হাবিবুর গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি দেন।

১ জানুয়ারি হাবিবুর ইসি সচিবালয়ে সশরীর উপস্থিত হয়ে কমিশনের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার অভিযোগ খতিয়ে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে ইসি সূত্র জানায়।

সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটিও এই প্রার্থী (হাবিবুর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন বলে প্রতিবেদন দেয়। তারা হাবিবুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

ইসি সূত্র জানায়, কমিশনে শুনানিতে হাবিবুরের নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়। তাই গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, লক্ষ্মীপুর-১ আসনে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।