ফেসবুকে আনিকা তাসনিমকে নিয়ে এভাবে পোস্ট দেওয়া হয়েছে
ফেসবুকে আনিকা তাসনিমকে নিয়ে এভাবে পোস্ট দেওয়া হয়েছে

মৃত্যুর গুজব নিয়ে কথা বললেন আনিকা

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাসনিমের নিহত হওয়ার বিষয়টি গুজব। তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। আনিকা বললেন, পুলিশের গুলিতে নিজের নিহত হওয়ার ভুয়া তথ্যটি দেখে তিনি হতভম্ব ও বিব্রত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুয়া আইডি খুলে তাঁর ছবি ট্রল করা হচ্ছে।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটকে আনিকা তাসনিমের ছবি দিয়ে তিনি গুলিতে নিহত হয়েছেন—এমন কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর ছড়িয়ে পড়ে কোটা আন্দোলনে তাঁর স্লোগান দেওয়ার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ।

আর জে রায়হান নামের এক ফেসবুক পোস্টে আনিকা তাসনিমের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘মেয়েটি ২২ (জুলাই) তারিখে পুলিশের গুলিতে মারা গেছে; তার মাগফিরাত কামনা করি।’ এই পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পাওয়া যায়, আনিকা তাসনিমের নামে তাঁরই ছবি দিয়ে অনেকগুলো আইডি। এমন দুটি আইডির সঙ্গে মেসেঞ্জারে দীর্ঘ আলাপের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, পেজ ভিউয়ের জন্য তাঁরা এই ভুয়া আইডি খুলেছেন।

আনিকা তাসনিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী আনিকা তাসনিমের বেঁচে থাকার বিষয়টি প্রথম পোস্ট করে ‘বগুড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সাটি অব ঢাকা’ ফেসবুক গ্রুপটি। এই সূত্র ধরে যোগাযোগ করা হয় সংগঠনটির সাধারণ সম্পাদক সাদমান সৌমিকের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদমান প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনের প্রথম দিকে সে (আনিকা) ছিল। তাঁর মাথায় পতাকা বাঁধা ছিল। কেমন করে যেন আনিকার ছবি, ভিডিও বেশি সামনে চলে আসে। পরে সংঘর্ষ বাড়তে থাকলে অনেক শিক্ষার্থীই বাড়িতে চলে যায়। কিন্তু নেট সচল হলে আমরা হঠাৎ দেখি আনিকা তাসনিমের মৃত্যুর কথা ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে ফেসবুক গ্রুপে আমরা জানাই যে, মৃত্যুর কথাটি সঠিক নয়।’

আনিকা তাসনিমের সঙ্গে যোগাযোগ করা হলে মঙ্গলবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দেখি, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে, আমার মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, ২২ জুলাই আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয়েছি। অথচ আমি আরও আগে থেকেই বাড়িতে। আমার নাম–ছবি ব্যবহার করে বেশ কয়েকটি আইডি করা হয়েছে। এর কোনোটির সঙ্গে আমার সম্পর্ক নেই। সবগুলো ফেক (ভুয়া)। তবে আমি সুস্থ আছি।’ এক প্রশ্নের জবাবে আনিকা প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই এখন পরিস্থিতি অন্য রকম। এর মধ্যে হঠাৎ এমন খবরে খুব স্বাভাবিকভাবেই বিব্রত। আমার মৃত্যুর খবর ভাইরাল হয়েছে, জানার সঙ্গে সঙ্গেই আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সত্যিটা জানিয়ে দিয়েছি।’

আনিকা তাসনিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২৬ জুলাই লিখেছেন, ‘জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না। না লিখেও কোনো উপায় দেখছি না। আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনোরকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল।’