ঈদে যাত্রীদের যাতায়াত আরও সাশ্রয়ী করতে বিডিটিকিটস রিটার্ন টিকিটে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
ঈদে যাত্রীদের যাতায়াত আরও সাশ্রয়ী করতে বিডিটিকিটস রিটার্ন টিকিটে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

বিডিটিকিটস

ঈদযাত্রায় স্বস্তি ও সাশ্রয়, রিটার্ন টিকিটে ২০ শতাংশ ছাড়

প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন শহর–গ্রামে ছুটে যান। তবে স্বপ্নের বাড়ি ফেরার টিকিট পাওয়া যেমন ঝামেলার, ঠিক তেমনি ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার সময়ও টিকিট পেতে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। অবশ্য দু-তিন বছর ধরে চিত্র বদলেছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ এখন ঘরে বসেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারছেন, যার নেতৃত্ব দিচ্ছে দেশের শীর্ষ অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকিটস’।

বিডিটিকিটস এবারও যাত্রীদের জন্য এনেছে আরও সুবিধাজনক টিকিটিং–ব্যবস্থা। দেশের সব রুটের সেরা বাস কোম্পানির টিকিট পাওয়া যাচ্ছে বিডিটিকিটসে। ঈদে যাত্রীদের যাতায়াত আরও সাশ্রয়ী করতে বিডিটিকিটস রিটার্ন টিকিটে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। অফারটি পেতে বিডিটিকিটস অ্যাপে বা ওয়েবসাইটে টাইপ করতে হবে EIDRETURN20।

বিডিটিকিটস–এর হেড অব ক্যাম্পেইন শাফায়েত শাহনূর জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাসের টিকিট বিক্রি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বছর ২০ লাখের বেশি টিকিট বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছে বিডিটিকিটস এবং যাত্রীরা এখনই রিটার্ন টিকিটও কাটছেন। বিশেষ করে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের কারণে অনেকেই অগ্রিম রিটার্ন টিকিট বুক করছেন, যা যাত্রীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ও সুবিধাজনক হচ্ছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাজিদ ওয়াহিদ। তিনি প্রতিবছর সিলেটে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেন। সাজিদ বলেন, ‘আমার পরিবারের সদস্য পাঁচজন। এসি বাসের একমুখী ভাড়া পড়ে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৭ হাজার ৫০০ টাকা। কিন্তু বিডিটিকিটসের সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্টের কারণে রিটার্ন টিকিট কাটতে পেরেছি আরও সাশ্রয় মূল্যে। এতে আমি সত্যিই খুশি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত কাদেরি বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাচ্ছেন ঈদ উদ্‌যাপন করতে। তিনি বলেন, ‘আমরা সাতজন বন্ধু একসঙ্গে ঈদ করতে যাচ্ছি। বিডিটিকিটসের ডিসকাউন্ট অফারের কারণে আমাদের রিটার্ন টিকিটে ১ হাজার ৪০০ টাকার মতো সাশ্রয় করা সম্ভব হয়েছে। এটা আমাদের জন্য বড় সুবিধা।’

বিডিটিকিটস দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম, যা যাত্রীদের জন্য ভ্রমণকে করেছে আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যময়। এই ঈদে বিডিটিকিটসের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই বাসের টিকিট কেনা যাচ্ছে। ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না।

দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত অনলাইন বাস টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস দেশের অভ্যন্তরীণ ও আন্তজেলা বাসযাত্রার জন্য আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় টিকিটিং–সেবা প্রদান করে। ঈদসহ বছরজুড়ে যাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও সাশ্রয়ী করতে সব রুটের সেরা সব বাস নিয়ে বিডিটিকিটস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আছে নিরাপদ ও নির্ভরযোগ্য অনলাইন পেমেন্ট অপশন এবং কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই দ্রুত ও ঝামেলামুক্ত টিকিট বুকিংয়ের সুবিধা।

আরও জানতে ভিজিট করুন www.bdtickets.com