শেখ হাসিনা
শেখ হাসিনা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা, হত্যার অভিযোগ জমা আরও তিনটি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি ঢাকার উপকণ্ঠে সাভার থানায় এ মামলা হয়েছে। এ ছাড়া রাজধানীর বাড্ডা ও উত্তরা এলাকায় আরও দুই যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার দুটি আবেদন আদালতে জমা পড়েছে। এর বাইরে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে তাঁর বিরুদ্ধে অন্তত ২২২টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯০টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

সাভারে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

গাজীপুরের সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা হোসেন হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী নাফিসার বাবা আবুল হোসেন বাদী হয়ে সাভার থানায় এ মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট সাভারে নানাবাড়ি বেড়াতে আসে নাফিসা। ৫ আগস্ট দুপুরে সাভার মসজিদ মডেল কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। মিছিলে অংশ নেয় নাফিসা। তখন মিছিলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ ১৪২ জন হামলা করেন। আসামিরা শটগান, পিস্তল ও বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়েন। সেই গুলি গিয়ে লাগে নাফিসার বুকে।

ফুলবাড়িয়ায় তরুণের বুকে গুলি

রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের সামনে মনিরুজ্জামান মোল্লা নামের এক তরুণকে (২৬) গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন মনিরুজ্জামানের বোন নিলুফার ইয়াসমিন।

মামলার আরজিতে অভিযোগ আনা হয়েছে, গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে ফুলবাড়িয়া মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে মনিরুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়।

মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক গোয়েন্দাপ্রধান হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

রাজধানীর বাড্ডায় শাহ আলম (৪২) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা পড়েছে। বুধবার এ আবেদন করেন শাহ আলমের ভাই মিজানুর রহমান। এ মৃত্যুর ঘটনা নিয়ে থানায় নিয়মিত মামলা হয়েছে কি না, সে–সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ প্রতিবেদন হাতে পাওয়ার পর আদালত মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ১০টার দিকে রামপুরা সেতুর উত্তর পাশে আফতাবনগর গেটের কাছে ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন শাহ আলম। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নির্বিচার গুলি করতে থাকে। তখন শাহ আলম গুলিবিদ্ধ হন।

উত্তরায় যুবককে গুলি করে হত্যা

রাজধানীর উত্তরায় জিয়াউর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৮৩ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন আদালতে জমা পড়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন শাহনাজ আক্তার। এ ঘটনার আগে কোনো মামলা হয়েছে কি না, তা জানাতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বেলা সাড়ে তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণির আমির কমপ্লেক্সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন আল সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাত্র-জনতার মিছিলে গুলি করে। তখন মিছিলে থাকা মিজানুর রহমান গুলিবিদ্ধ হন।

শিক্ষার্থী হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন নিহত ছাত্রের নানা।

এ ছাড়া গণহত্যায় সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। বুধবার এ দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।