চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এস এন করপোরেশন নামের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে আরও দুজন মারা গেছেন। আজ শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এ দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে।
মারা যাওয়া দুজন হলেন জাহাঙ্গীর আলম (৪৫) ও বরকত (২৩)। দুজনের শরীরের যথাক্রমে ৭০ ও ২৩ ভাগ পুড়ে গিয়েছিল। জাহাজভাঙা ইয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সমন্বয়ক মোহাম্মদ শাহীন এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়।
মোহাম্মদ শাহীন বলেন, সবশেষ আজ সকালে দুজন মারা যান। ওই দুর্ঘটনায় আহত আরও ছয়জন এখন ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন।
৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় শীতলপুরে এস এন করপোরেশনের একটি জাহাজের পাম্প কক্ষে কাটার সময় বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন আহত হন। তাঁদের বেশির ভাগের শরীর পুড়ে যায়। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের মধ্যে আটজনকে ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে একে একে ছয়জন মারা যায়।
এস এন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে এ বিষয়ে জানার জন্য কল দেওয়া হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। তবে ৭ সেপ্টেম্বর দুর্ঘটনার পর বরকত উল্লাহ বলেছিলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা তাঁরা করে যাচ্ছেন। তাঁদের ক্ষতিপূরণও যথাযথভাবে দেওয়া হবে।
এস এন করপোরেশনের স্বত্বাধিকারী শওকত আলী চৌধুরী।