বিজ্ঞাপন বার্তা

আনন্দ ও সুরক্ষাময় হোক টিভি দেখার অভিজ্ঞতা

বর্তমান বিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতি হচ্ছে। প্রযুক্তিপণ্যে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার ও সুবিধা, যার ছোঁয়া লেগেছে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনেও। নতুন এই ফিচারগুলো দিচ্ছে দর্শককে টিভি দেখার নতুন অভিজ্ঞতা। তবে অনেকের ধারণা, টিভি দেখলে চোখসহ নানাবিধ ক্ষতি হতে পারে। কিন্তু আধুনিক প্রযুক্তি দর্শককে সেই আশঙ্কা থেকে অনেকটাই মুক্তি দেবে।

টিভি আছে ঘরে। আছে ডিশের কেব্‌ল সংযোগও। তারপরও টিভিতে মিলছে না স্বচ্ছ ছবি বা স্পষ্ট শব্দ। এই সমস্যা অনেকের ঘরেই দেখা যায়। ভালো ছবি না পাওয়ার অন্যতম কারণ টিভির সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ না থাকা। আধুনিক প্রযুক্তির টিভি দেখলে নিজে যেমন ভালো ও সুস্থ থাকবেন, তেমনি পরিবারও থাকবে সুস্থ। তাই টিভি কেনার সময় অবশ্যই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

আগামী মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ক্রিকেটপ্রেমীরা প্রতিটি চার-ছক্কা এবং আউটগুলো স্বচ্ছ ও পরিষ্কারভাবে উপভোগ করতে চান। তাই বিশ্বকাপ সামনে রেখে অনেক ব্র্যান্ডের টিভিতেই যুক্ত করা হয়েছে জিরো এক্স রেডিয়েশন ফিচার।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের (সনি স্মার্ট) বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. সরোয়ার জাহান চৌধুরী বলেন, আগে টেলিভিশনে ব্যবহার করা হতো পিকচার টিউব, মানে টিভির মধ্যে একটা বাল্ব ব্যবহার করা হতো। এ কারণে টিভি দেখলে চোখের সমস্যা বেশি হতো। একসময় অনেকের ধারণা ছিল বা ডাক্তাররা বলতেন, নির্দিষ্ট একটা দূরত্ব থেকে টিভি না দেখলে চোখের বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। এমনকি চোখ নষ্ট হয়েও যেতে পারে। কিন্তু বর্তমানে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে টিভি দেখে চোখের ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে। সরোয়ার জাহান চৌধুরী আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করায় আমাদের ৮৫ ইঞ্চির টিভিও এখন ৫ ফুট দূর থেকে দেখতে পারবেন।

আধুনিক প্রযুক্তিসুবিধার ফলে এখন টিভির বিভিন্নমুখী ব্যবহার বাড়ছে। সনি স্মার্ট টিভিতে গেমস খেলার ব্যবস্থা রয়েছে। যাঁরা মোবাইল ফোনে গেমস খেলেন, তাঁরা চোখের ক্ষতি এড়াতে সনি-স্মার্টের টিভিতে গেমস খেলতে পারেন। এ ছাড়া অনেকেই মোবাইল ফোনে সিনেমা ও ওয়েব সিরিজ দেখেন। এর ফলেও কিন্তু চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। সনি স্মার্ট টিভিতে বিভিন্ন ওটিটি অ্যাপস নামিয়ে নেওয়ার সুবিধা আছে। এতেও আপনার চোখ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। ছোট পর্দায় গেমস খেললে বা সিনেমা দেখলে চোখের ওপর চাপ পড়ে। তাই মোবাইল ফোনে গেমস খেলা বা সিনেমা-ওয়েব সিরিজ না দেখাই ভালো।

হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) ফিচারটি বর্তমানে বিশ্বের অনেক টিভিই যুক্ত করেছে। তবে এইচডিআরের সঙ্গে ‘ট্রু কালার টেকনোলজি’ একেবারেই ভিন্ন। এর ফলে ছবির মান হয় অত্যন্ত প্রাণবন্ত এবং উপভোগ্য। ট্রু কালারের কারণে প্রয়োজন অনুযায়ী অটো কালার তৈরি করবে। ফলে দর্শকের চোখের ওপর চাপ পড়বে না। আমরা যখন টিভিতে কোনো কিছু দেখি, তখন কালার কন্ট্রাস্টের গুরুত্ব বেশি থাকে। যদি কালার কন্ট্রাস্ট ঠিক না থাকে, ভিডিওর কোয়ালিটি ভালো দেখায় না। বিষয়টি চিন্তা করে অনেকই টিভিতে নতুন করে যুক্ত করা হয়েছে ডায়নামিক কালার কন্ট্রাস্ট, যেখানে প্রতিটি ভিডিওর মান আরও প্রাণবন্ত করতে সহযোগিতা করে।

আগামী মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ক্রিকেটপ্রেমীরা প্রতিটি চার-ছক্কা এবং আউটগুলো স্বচ্ছ ও পরিষ্কারভাবে উপভোগ করতে চান। তাই বিশ্বকাপ সামনে রেখে অনেক ব্র্যান্ডের টিভিতেই যুক্ত করা হয়েছে জিরো এক্স রেডিয়েশন ফিচার। নতুন এই প্রযুক্তির ফলে দীর্ঘ সময় টিভি দেখলেও চোখের কোনো সমস্যা হবে না বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।