এসএসসি পরীক্ষার হলে নয়, এখন সে মর্গে

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে ঊর্মি আক্তার (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির দেবনাথ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবির দেবনাথ বলেন, বেলা আড়াইটার দিকে খবর পেয়ে সবুজবাগের দক্ষিণ রাজারবাগের ভাড়াবাসা থেকে এসএসসি পরীক্ষার্থী ঊর্মির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরীক্ষাভীতি থেকে এসএসসি পরীক্ষার্থী ঊর্মি আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা। তবে মৃত্যুর ঘটনার রহস্য পুরোপুরি জানা সম্ভব হবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর।

ওই শিক্ষার্থীর চাচা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ঊর্মির আগামীকাল এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। আজ সকাল ১০টায় ঘুম থেকে উঠে তার কোচিংয়ে যাওয়ার কথা ছিল। তবে সে কোচিংয়ে না গিয়ে বাসায় লেখাপড়া করবে বলে তার মাকে জানায়। পরে ঘরে মেয়েকে রেখে মা যান বাজার করতে। ফিরে এসে দেখেন দরজা বন্ধ। পরে ঝুলন্ত অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

কী কারণে ঊর্মি আক্তার আত্মহত্যা করেছে জানতে চাইলে রবিউল বলেন, ‘আমরা জানি না, কেন সে আত্মহত্যা করেছে। কারও সঙ্গে তার সম্পর্ক ছিল কি না, তা–ও জানি না।’ তিনি জানান, ঊর্মির বাবা সুমন জমাদার অন্যের প্রাইভেট কার চালান। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।