প্রায় দুই বছর আগে রাজধানীর কদমতলীতে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বৃহস্পতিবার এই রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহামুদা আক্তার।
দণ্ডিত তিন আসামি হলেন—সোহেল ব্যাপারী, রানা ব্যাপারী ও আক্তার আলী। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০২০ সালের ৮ অক্টোবর রাতে দুই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন আসামি সোহেল, আক্তার ও রানা। পরে কদমতলী থানার পুলিশ সোহেলসহ অন্যদের গ্রেপ্তার করে।
এই মামলা তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে গত বছরের ১৫ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আর অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ থেকে ১১ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।