বেআইনিভাবে বন্য পাখি বিক্রির সময় চট্টগ্রামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে কাজী হাসিব (২০) নামের ওই তরুণকে গ্রেপ্তার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন বন্য প্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন।
এ সময় কাজী হাসিবের কাছ থেকে ১০টি মুনিয়া, ১টি টিয়া এবং ১টি শালিক পাখি উদ্ধার করা হয়। হাসিবের বাড়ি খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফেজ নগর এলাকায়।
জানতে চাইলে বন্য প্রাণী বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ব কলোনি এলাকায় খাঁচায় ভরে পাখি বিক্রি করছিলেন এই তরুণ। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।