পথচলার দুই যুগ পূর্ণ করল ব্যাংক এশিয়া। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী, পরিচালক এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ, উপব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পথচলার দুই যুগ পূর্তি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী শাখাসমূহে একইভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। ১৯৯৯ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া। বিজ্ঞপ্তি