শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। দেশের আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর প্রতিষ্ঠাতা নাথাম বম এখন কোথায়, সেই প্রতিবেদনটি। এ ছাড়াও ছিল দক্ষ কর্মীদের কাজের সুযোগ ইউরোপের চার দেশে -এই শিরোনামের খবরটি। আন্তর্জাতিক খবরের মধ্যে ছিল জীবনে একবারই যে দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী—এই প্রতিবেদনটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এখন পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রত্যন্ত এক এলাকায় থেকে কীভাবে এই সশস্ত্র সংগঠন গড়ে তোলার রসদ পেলেন নাথান বম? বিস্তারিত পড়ুন...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চারটি দেশ তাদের ছয়টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইইউর চার দেশে দক্ষ কর্মী পাঠাতে আগামী জুনের মধ্যে পথনকশা (রোডম্যাপ) চূড়ান্ত করা হচ্ছে। দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে বাংলাদেশকে ৩০ লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে। বিস্তারিত পড়ুন...
এখন থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে কোনো এক দিন রাতের আকাশে ঘটতে চলেছে বিরাট এক বিস্ফোরণ। শৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের জীবনে একবারই মহাকাশে এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকার সুযোগ করে দেবে এটি। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানকে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর ফলে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে আগামী ৫ বছর খেলতে পারবেন না উসমান। বিস্তারিত পড়ুন...
গানটি এভাবে চারদিকে ছড়িয়ে পড়ায় ভীষণ খুশি মিথুন। বললেন, ‘স্বপ্নের চেয়ে বেশি অনুভূতি। কিছু কিছু ক্ষেত্রে গান যে বিনোদনের চেয়েও বেশি, এটা আমরা বুঝতে পারি “স্বপ্ন যাবে বাড়ি”র মতো গান শুনে। যেখানে মানুষের মনের আকুতি তুলে ধরা। মানুষকে নিয়ে যায় শিকড়ে। বিস্তারিত পড়ুন...