ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। তাঁর নামে টুইটারে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল জানিয়ে সেটির ব্যাপারে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে জানানো হয়। সেখানে অনুসরণকারীদের (ফলোয়ার) উদ্দেশে ভুয়া একটি অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে বলা হয়েছে, পিটার হাসের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। পাশাপাশি অনুসরণকারীদের এই অ্যাকাউন্ট আনফলো করে রিপোর্ট করতে বলা হয়। দূতাবাস সম্পর্কে হালনাগাদ তথ্য ও পিটার হাসের কার্যক্রম জানতে মার্কিন দূতাবাসের অফিশিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।
পিটার হাসের নামে যে ভুয়া অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, সেটিতে গিয়ে আর অ্যাকাউন্টটি পাওয়া যায়নি।