কাজলায় পদচারী–সেতুর নিচে আন্দোলনকারীদের অবস্থান। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার পর।
কাজলায় পদচারী–সেতুর নিচে আন্দোলনকারীদের অবস্থান। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার পর।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ

রাজধানীর কাজলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে কাজলা থেকে রায়েরবাগ এলাকা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারা দেশে বিক্ষোভ করছে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাজলা, যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় মহাসড়কে শতাধিক আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে। তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হলেও অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কাজলায় পদচারী সেতুর নিচে শতাধিক মানুষ অবস্থান করছে। পদচারী সেতুর ওপরে বেশ কয়েকজন অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী থেকে শনির আখড়া পর্যন্ত সড়কের দুই পাশের দোকানপাট বন্ধ রয়েছে। দনিয়া কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।