শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের ৫৩তম শাহাদাতবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় ঢাকায় বিদ্যুৎ বিভাগের সাবস্টেশনগুলোর কোথায় বোমা বসালে আক্রমণ সফল হবে, তার বিশদ নকশা মুক্তিযোদ্ধাদের দিয়েছিলেন বিদ্যুৎ প্রকৌশলী নজরুল ইসলাম। অংশ নিয়েছিলেন এসব আক্রমণেও। ১৯৭১ সালে ঢাকার অভ্যন্তরে পাঁচটি পাওয়ার স্টেশনে একই সঙ্গে একই সময় সেই বিস্ফোরণ ঘটানো হয়।
নজরুল ইসলামের পরিবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭১ সালের ২২ জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও শক্তিবিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। ওই বছর ১৮ সেপ্টেম্বর শাহাদাতবরণ করেন তিনি।
১৯৭২ সালে নজরুল ইসলামের সম্মানে সরকারিভাবে ঢাকার হাটখোলা সড়ককে ‘শহীদ নজরুল ইসলাম সড়ক’ নামে নামকরণ করা হয় এবং ১৯৭২ সালে তাঁর নিজ জেলা শরীয়তপুরে শহীদ নজরুল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় মরহুমের স্ত্রী অধ্যাপক হাজেরা নজরুল কোরআনখানি, কাঙালিভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এ ছাড়া নজরুল ইসলামের ৫৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হচ্ছে।